শীঘ্রই পটিয়া পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে

0

নিজস্ব প্রতিনিধি : জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) টিম প্রধান মি. হাতা বলেছেন, পটিয়া পৌর এলাকায় বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করা হবে। শীঘ্রই জাইকার অর্থায়তনে প্রকল্পটি চালু করা হবে। ১৪ মে (রবিবার) দুপুরে চট্টগ্রামের পটিয়া পৌরসভার হল রুমে আয়োজিত ‘পানীয় জল সরবরাহ ও ব্যাপক সক্ষমতা ব্যবস্থাপনা’ শীর্ষক জাইকার প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র সভাপতির বক্তব্যে এই কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন, জাইকা এক্সপার্ট টিম লিডার মি. হাতা, মি. মেতু, মি. কেতু, মিস কানা, শামসুল হক, ন্যাশনাল ওয়াটার সাপ্লাই সেক্টর অ্যাডভাইজার রোমান কবির, জহির উদ্দিন দেওয়ান, কিবরিয়া আলম চৌধুরী, মনজুর কাদের, পটিয়া পৌরসভার কাউন্সিলর আবদুল খালেক, আবু ছৈয়দ, গোফরান রানা, এম, খোরশেদ গণি, ফেরদৌস বেগম, ইয়াসমিন আকতার চৌধুরী, পৌরসভার সচিব মোহাম্মদ মহসিন, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার।

পটিয়া পৌরসভার বর্তমান পানীয় জল সরবরাহ ব্যবস্থাপনার উপর পর্যালোচনা করেন জাইকার প্রতিনিধি দল। পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের নিশ্চিতের জন্য বর্তমান ব্যবস্থার রক্ষনাবেক্ষন, মনিটরিং বিষয়ে গুরুত্বারোপ করেন। তাছাড়া সারাদেশে কারিগরীভাবে সঙ্কটপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত তিনটি পৌরসভার মধ্যে পটিয়া পৌরসভাও পানীয় জলের সরবরাহ ব্যবস্থা উন্নতিকরনের জন্য পাইলটিং প্রকল্প হিসেবে গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেন, বর্তমান সরকারের সময়ে সারা দেশের ন্যায় প্রথম শ্রেণীর পটিয়া পৌরসভায় ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। রাস্তা, ড্রেন, কালভার্ট ও সড়ক বাতি উন্নয়নের পাশাপাশি পৌর এলাকার মানুষের ভাগ্যের উন্নতি হয়েছে। যা বিগত সময়ে হয়নি। প্রতিটি উন্নয়ন কাজে সহযোগিতা করেছেন পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। এজন্য পৌর কর্তৃপক্ষ এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.