এভারেস্টে ৪ পর্বতারোহীর লাশ উদ্ধার

0

আন্তর্জাতিক ডেস্ক::বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে তাঁবুর ভেতর থেকে চার আরোহীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। চলতি মৌসুমে এ নিয়ে মোট ১০ এভারেস্ট আরোহীর মরদেহ পাওয়া গেল।

গত রোববার পর্বতে স্লোভাকিয়ার এক আরোহী মারা যান। তার মরদেহ উদ্ধার করতে গিয়ে তাঁবুর ভেতর আরো চারজনের মরদেহ দেখতে পান উদ্ধারকারী দলের সদস্যরা। তথাকথিত ‘মরণ ফাঁদ’র কাছে অথবা ভেতরে সব মরদেহ পাওয়া গেছে। পর্বতের ওই এলাকায় অক্সিজেনের মাত্রা অত্যন্ত কম।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সর্বশেষ নিহতদের মধ্যে দু’জন বিদেশি আরোহী ও দু’জন শেরপা গাইড রয়েছেন।

চলতি মৌসুমে মাউন্ট এভারেস্টে অস্ট্রেলিয়ার ফ্রান্সেসকো মার্চেত্তি, ভারতীয় রবি কুমার নামের দুই নাগরিকের মারা যান। গত সোমবার তাদের মরদেহ উদ্ধার করা হয়। সবচেয়ে বেশি বয়স্ক এভারেস্ট আরোহী হিসেবে রেকর্ড তৈরি করতে গিয়ে ৮৫ বছর বয়সী মিন বাহাদুর শেরচানের প্রাণহানি ঘটেছে।

সূত্র : বিবিসি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.