চন্দনাইশে জমি সংক্রান্ত বিরোধ : সংঘর্ষে আহত ২০

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : উপজেলার সাতবাড়ীয়া হাছনদন্ডী এলাকায় জায়গা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলা সহ উভয়পক্ষের ২০ জনের অধিক আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
মঙ্গলবার(৬ জুন) বিকাল সাড়ে ৫ টায় জায়গা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলা সহ কমপক্ষে ১৪ জন আহত হয়। আহতদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ চমেক হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে উভয়পক্ষের মধ্যে জায়গা জমি ও একটি পুকুর নিয়ে বিরোধ চলে আসছিল। রয়েছে একাধিক মামলাও।

মঙ্গলবার বিকালে বিষয়টি নিয়ে মেয়েদের মধ্যে ঝগড়া-বিবাদকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে তাজুল ইসলামের ছেলে মো. কামাল উদ্দিন (৪০), জালাল উদ্দিন (৪৫), মৃত জানু মিয়ার ছেলে তাজুল ইসলাম (৮৮), মৃত সিরাজুল ইসলামের ছেলে আবদুর রহিম (২৭), জসিম উদ্দিন (৩০), নুরুল ইসলামের মেয়ে মনোয়ারা বেগম (২০), মুক্তা আক্তার (৩০), মৃত আশরাফ মিয়ার ছেলে আলী হোসেন (৪৫), আবদুর রহমান (৬০), আহমদ হোসেন (৫৫), আলী হোসেনের মেয়ে রিফা আক্তার (১৮), আবদুর রহমানের ছেলে মো. সজিব (১৭), মৃত আহমদ ছফার ছেলে ছালেহ আহমদ (৪২), মৃত নুরুল নুরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ (২৬), মৃত আছহাব মিয়ার ছেলে মো. ইলিয়াছ (৩২), মো. জামশেদ (২৮), আহমদ নবীর ছেলে আবুল কাসেম (৪৫), আবুল কালামের ছেলে মো. পারভেজ (২২), নুরুল ইসলামের ছেলে আকতার হোসেন (৫০) গুরুতর আহত হয়।

আহতদেরকে স্থানীয় চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কর্তব্যরত ডাক্তার আহমদ হোসেন, কামাল উদ্দিন, জালাল উদ্দিন, আবদুর রহিম, জসিম উদ্দিন, মো. ইলিয়াছ, মো. জামশেদ, আকতার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের নিয়ে এক পক্ষের পুরুষেরা চিকিৎসা কাজে ব্যস্ত থাকার সুযোগ নিয়ে, অপরপক্ষ পুনরায় প্রতিপক্ষের মহিলাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহমদ হোসেনের পরিবারের লোকজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। এ ব্যাপারে থানা কর্তৃপক্ষ বলেছেন, উভয়পক্ষের পৃথক পৃথক অভিযোগ থানায় জমা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এস আই ওমর ফারুক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.