বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদন বহুগুন বৃদ্ধি করেছে

0

নিজস্ব প্রতিবেদক::বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য এডমিন ও যুগ্ন সচিব মো. জহুরুল হক বলেছেন, বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদন বহুগুন বৃদ্ধি করেছে। যা বর্তমান সমৃদ্ধ অর্থনীতিকে আরো এক ধাপ এগ্রিয়ে নিতে সাহায্য করবে।

শনিবার (১ জুলাই) ভোলা জেলা সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ প্রেমিক প্রতিটি মানুষ তার জন্মস্থানকে ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে সকল শ্রেনীর মানুষকে। ভোলা সমিতির প্রতিটি সদস্যই যেন হয় দেশ প্রেমিক। দ্বীপ জেলা ভোলার উন্নয়নে যার যার অবস্থান থেকে আমাদের কাজ করার প্রচেষ্টা চালাতে হবে।

আলহাজ্ব জহুর আহমদ সওদাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, ভোলা জেলা সমিতির সাধারণ সম্পাদক এজেড এম ফারুক, যুগ্ন সম্পাদক কিরন শর্মা, অর্থ সম্পাদক মো. শাহ আলম, দপ্তর সম্পাদক মো. মাহবুবুর রহমান সেলিম, ক্রীড়া সম্পাদক ফিরোজ চৌধুরী, প্রকৌশলী মনোজ কুমার দে, ৬ নং অঞ্চলের যুগ্ন সম্পাদক মোসলেহ উদ্দিন বাহার, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম ফরাজী, ৪ নং অঞ্চলের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, অর্ধ সম্পাদক মো. মিলন, ৩ নং অঞ্চলের সাধারণ সম্পাদক মো. সেলিম মিন্টু, মো. সেলিম, ভোলা জেলা ছাত্র ফোরামের সভাপতি মো. হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মো. সোলাইমান প্রমূখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.