ক্ষত-বিক্ষত বাঁশখালীর অভ্যন্তরীন সড়ক

0

বাঁশখালী প্রতিনিধি:: বাশঁখালীর অধিকাংশ অভ্যন্তরীন সড়ক চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে ।

সড়ক সংস্কারে কোন ব্যবস্থা না নেওয়ায় সাধারন জনগন বিরুপ মন্তব্য করতে শুরু করেছেন।

তবে বৃষ্টি শেষ হলে সড়ক মেরামত করা হবে বলে জানা গেছে ।

গ্রামীন সড়ক গুলো সংস্কার করতে না পারায় সাধারণ জনগণ চলাচলে ভোগান্তি পোহাচ্ছে।

গ্রামেগঞ্জে অভ্যন্তরীন সড়ক পথ দিয়ে চলাচলকারী স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে।

ক্ষত-বিক্ষত বাঁশখালীর অভ্যন্তরীন সড়ক গুলোতে হাঁটু জল লেগে থাকে।

ঘুর্ণিঝড় মোরা ও প্রবল বর্ষনের ফলে একদিকে বর্ষার প্রবল বর্ষন অন্যদিকে পাহাড়ি ঢল ও জোয়ার ভাটার কারণে অভ্যন্তরীন সড়ক গুলো চলাচল অযোগ্য হয়ে পড়েছে।

বর্তমানে মৌসুমে অভ্যন্তরীন সড়ক গুলো সংস্কারে কোন ধরনের কার্যক্রম পরিচালনা না হওয়ায় সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন।

বাঁশখালীর অভ্যন্তরীন সড়ক গুলোর মধ্যে ছনুয়া-পুঁইছড়ি সড়ক, ছনুয়া-শেখেরখীল সড়ক, শেখেরখীল-চাম্বল সড়ক, জলদী-ভাদালিয়া সড়ক, দারোগা বাজার-জালিয়াখালী সড়ক, আস্করিয়া-মিনজিরীতলা সড়ক, আস্করিয়া আবাসিক পল্লী সড়ক, হারুন বাজার-সরল সড়ক, বৈলছড়ি কাথারিয়া সড়ক, চেচুরিয়া-চুনতি বাজার সড়ক, সাধনপুর-প্রেমাশিয়া সড়ক, বাহারছড়া-রত্নপুর সড়ক, রমজান আলী চৌধুরী বাড়ী সড়ক, গন্ডামারা-বড়ঘোনা সড়ক, পশ্চিম বড়ঘোনা ফজলুর রহমান চৌধুরী সড়ক, কাহারঘোনা বড়ুয়া পাড়া অভ্যন্তরীন সড়ক, কাহারঘোনা বড়ুয়ার টেক থেকে জালিয়াখালী বাজার সড়ক, ছনুয়া-খুদুকখালী সড়ক, কাদেরিয়া সড়ক, ছোট ছনুয়া সড়ক, জলদী মহাজন পাড়া সড়ক, দারোগা বাজার ভিলেজার পাড়া, জলদী ফরেষ্ট অফিস সড়ক এছাড়াও বাঁশখালী পৌরসভার বিভিন্ন অভ্যন্তরীন সড়কের অবস্থা নাজুক হয়ে পড়েছে।

এসব সড়ক দিয়ে যাতায়াতে প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা। জন দাবিতে পরিণত এখন অভ্যন্তরীন সড়কের সংস্কার কার্যক্রম।

তাই অভ্যন্তরীন সড়ক গুলোর দ্রুত সংস্কারের জন্য উর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর কামনা করেন সাধারণ জনগণ।

বাঁশখালীর অবকাঠামো উন্নয়ন গ্রামীন সড়ক সংস্কার সম্পর্কে বাঁশখালীর সাংসদ  বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন দীর্ঘদিন যাবৎ বাঁশখালীবাসী উন্নয়নের ছোয়া বঞ্চিত ছিল।

তাই বাঁশখালীর অধিকাংশ রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্তমান সরকারের আমলে বাঁশখালীতে বেশ কিছু উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয়েছে।

গ্রামীন ২৮টি সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বৃষ্টি শেষ হলে মেরামতের কাজ শুরু হবে  জানান ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.