“জীবনের জন্য সাঁতার”কার্যক্রম উদ্বোধন

0

সীতাকুণ্ড,সিটিনিউজ : “জীবনের জন্য সাঁতার” এই শ্লোগানকে সামনে রেখে এবং পানিতে ডুবে শিশু মৃত্যু রোধ করতে সীতাকুণ্ড উপজেলা শিক্ষা অফিস কর্তৃক শিশুদের সাঁতার শেখার উপর একটি উদ্যোগ নিয়েছেন। শিশু পড়াশোনার পাশাপাশি যেন তার নিজের সুরক্ষা নিজে নিশ্চিত করতে পারে তার জন্য সাঁতার শেখার প্রতি উৎসাহিত করতে সকলের প্রতি আহবান জানান ।

এই উদ্যেগের প্রেক্ষিতে আজ শনিবার (২৬ আগষ্ট) সকালে সীতাকুণ্ড উপজেলা সদর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের সাঁতার শেখা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভুইয়া।

পানিতে ডুবে শিশু মৃত্যুর হাড় বেড়ে গেছে। মৃত্যুর এই হাড় রোধ করতে শিশুদের সাঁতার শেখানোর কোন বিকল্প নেই। শিশুদের সাতার শেখানো নিশ্চিত করার জন্য সীতাকুণ্ডের সকল প্রাথমিক বিদ্যালয়গুলোকে লাইফ জ্যাকেট কেনার প্রতি উদ্বুদ্ধ করেন । জানা যায় বর্তমানে সীতাকুন্ডের প্রায় সব বিদ্যালয়ে লাইফ জ্যাকেট কর্তৃপক্ষ কিনেছে ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.