সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার, গুলিবিদ্ধ ১

0

নিজস্ব প্রতিনিধি,সীতাকুন্ড,সিটিনিউজ : চট্টগ্রামের সীতাকুন্ডে এক যুবককে গ্রেপ্তারের পর গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের দাবি গুলিবিদ্ধ যুবক ‘ডাকাত’।

আটকের পর দুইপক্ষের গোলাগুলিতে নূর মোস্তফা (২৮) নামে এ যুবক আহত হয়েছে বলে পুলিশের ভাষ্য।

সীতাকুণ্ড থানার এসআই সুজয় কুমার মজুমদার জানান, শনিবার রাতে ১০ থেকে ১২ জনের একটি দল ‘ডাকাতি’ করার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কেদারখিল এলাকায় অভিযানে যায় সীতাকুণ্ড থানা পুলিশ।

“এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অবস্থানকারীরা পালানোর চেষ্টা করলে নূর মোস্তফা ও মো. ইউসুফ নামে পুলিশ দুইজনকে ধরে ফেলে।”

এসআই সুজয়ের দাবি, এসময় পালিয়ে যাওয়া অন্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে নূর মোস্তফা বাম পায়ে গুলিবিদ্ধ হয়।

আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় তৈরি এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ ও একটি রাম দা উদ্ধার করা হয়েছে বলেও জানান এসআই সুজয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.