ঈদুল আযহা উপলক্ষে কচি খন্দকারের ‘জুতো আবিষ্কার’

0

বিনোদন ডেস্ক,সিটিনিউজ :: “নিজের জুতো ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করছেন চঞ্চল চৌধুরী। কিন্তু অপর পাশ থেকে অন্য কেউ খুব জোর প্রয়োগ করে তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। বল প্রয়োগ ও মানসিক উত্তেজনা যখন চূড়ান্ত পর্যায়ে তখন চঞ্চলের মায়ের ডাকে তার ঘুম ভেঙ্গে যায়।” উপরোক্ত দৃশ্যটি ‘জুতো আবিষ্কার’ নাটকের।

এবারের কোরবানি ঈদে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী দর্শকদের সামনে হাজির হচ্ছেন ‘জুতো আবিষ্কার’ নিয়ে।

নাটকে চঞ্চল চৌধুরী ছাড়াও আরো অভিনয় করেছেন, নাদিয়া আফরিন মীম, সোহেল খান, মিলন ভট্ট, রিফাত চৌধুরী।

ঈদের ৩য় দিন রাত ৮ টা ১০ মিনিটে কচি খন্দকারের রচনা ও পরিচালনায় নাটকটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে।

জনপ্রিয় অভিনেতা-নির্মাতা কচি খন্দকার। অভিনয়ের পাশাপাশি ব্যতিক্রমধর্মী গল্প নিয়ে নাটক নির্মাণ করে থাকেন তিনি। এবার ঈদুল আযহা উপলক্ষে নির্মাণ করলেন ‘জুতো আবিষ্কার’ নামে একক নাটক।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জুতা আবিষ্কার’ নামে একটি কবিতা রয়েছে। এ নাটকের সঙ্গে কবিতার গল্পের কোনো মিল রয়েছে কিনা জানতে চাইলে কচি খন্দকার বলেন, ‘হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার নামে একটি কবিতা রয়েছে।

তবে আমার এ নাটকের গল্পের সঙ্গে রবীন্দ্রনাথের কবিতার কোথাও কোনোরকম মিল নেই। গল্পটি একদম মৌলিক। এটি আমারই রচনা, যাতে ভিন্নরকম কিছু দেখতে পাবেন দর্শক।

আমি বরাবরই চেষ্টা করে থাকি ভিন্ন ঘরানার কিছু ফ্রেমবন্দি করতে। যেসব বিষয়ে কেউ হাত দেয় না। এমন ব্যতিক্রমধর্মী কিছু তুলে আনার চেষ্টা করেছি নাটকটিতে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.