‘ভালোবাসার সম্পাদকীয়’::সাংবাদিক ছেলে বর হিসেবে কেমন?

0

বিনোদন ডেস্ক,সিটিনিউজ :: শফিক একটি অনলাইন পত্রিকায় বিনোদন বিভাগের স্টাফ। কাজের প্রয়োজনে এখানে-ওখানে গিয়ে তারকাদের ইন্টারভিউ নিতে হয় তাকে।

আজকাল উঠতি মডেলরা সাংবাদিকদের সাথে তাল মিলিয়ে চলেন। নতুন তারকাদের এসব বিষয় মানতে পারেন না শফিক।

শফিকের এক মডেল বান্ধবীর সাথে মেলামেশা ও ব্যস্ততার অজুহাতে তানিয়া শফিককে জানিয়ে দেয় তার মতো গোবেচারা প্রেমিকের সাথে তার থাকা সম্ভব না। তানিয়া শফিকের দেয়া রিং ফেরত দিয়ে দেয়। ‘ভালোবাসার সম্পাদকীয়’ নাটকের গল্পটি এমনই।

আই ফিল্মসের ব্যানারে নির্মিত ‘ভালোবাসার সম্পাদকীয়’ নাটকটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জামিল আশরাফ খান।

নাটকটিতে শফিকের চরিত্রে জন কবির, হবুবউ চরিত্রে শার্লিন ফারজানা, মডেল-অভিনেত্রীর চরিত্রে সাইরা আক্তার, ফটোগ্রাফার চরিত্রে অভিনয় করেছেন সিয়াম নাসির।

অন্যান্য চরিত্রে কাজ করেছেন অনামিকা ইমি, স্বয়ন তালুকদার, জিয়াউল হাসান, আফরোজা, অথৈ প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন মাসুদ পারভেজ।

নির্মাতা জামিল আশরাফ খান বলেন, ‘নাটকটি আমাদের মিডিয়া জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ব্যক্তিগত জীবন থেকে অনুপ্রাণিত হয়ে লেখা।

কোন একটি ঘটনার পরেই স্যোসাল মিডিয়া ও পত্রিকায় সস্তা নিউজ নিয়ে বিতর্ক শুরু হয়। এর ফলাফলও তুলে ধরা হয়েছে। এটি সাসপেন্স, কমেডি ও ভালোবাসার একটি প্যাকেজ।

মেসেজ আছে কিছু। সাংবাদিক ছেলে বর হিসেবে কেমন– নাটকটি দেখার পর সাংবাদিক সম্পর্কে একটা ধারণ পাবেন দর্শকরা।’

নাটকটি এনটিভিতে ঈদের ৭ম দিন (শুক্রবার) রাত ৮টা ৫ মিনিটে প্রচার করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.