গ্রামের বাড়িতে নিলয়ের শেষকৃত্য সম্পন্ন

0

সিটিনিউজবিডি : সদরের টোনা ইউনিয়নের চলিশা গ্রামে নিজ বাড়িতে ব্লগার নিলয় চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

এর আগে শনিবার রাত সোয়া ১০টার দিকে তার মরদেহ সেখানে পৌঁছায়। এ সময় নিলয়ের মরদেহ দেখতে মানুষের ঢল নামে। তবে,স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান জানান, রাত সোয়া ১২টায় পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য শুরু হয়ে রাত তিনটার দিকে সম্পন্ন হয়।

নিলয় চলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করে তেজদাসকাঠি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুরে উচ্চ মাধ্যামিক শিক্ষা শেষ করেন। এরপর চলে যান ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন।

বাবা সাধারণ গৃহস্থ হলেও বাড়ির বড়রা কেউ শিক্ষক, কেউ আইনজীবী। নীল নীলয় নামে ব্লগে নিয়মিত লিখতেন নিলয়। তিনি ঢাকায় গণজাগরণ মঞ্চের একজন সংগঠক ছিলেন।

উল্লেখ্য,শুক্রবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে ভাড়া বাসায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার সকালে ময়না তদন্ত শেষে দুপুরে তার মরদেহ নিয়ে পিরোজপুরের গ্রামের বাড়িতে রওনা দেয় তার স্বজনরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.