ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিসি ক্যামেরাগুলো বছর না ঘুরতেই অকেজো

0

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড : চট্টগ্রাম নগরীর প্রবেশ ধার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে যানজট নিরসনে ও নিরাপত্তায় পুলিশ প্রশাসন অত্যাধুনিক সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা স্হাপন করে গত বছর।পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম নগরী থেকে কুমিরা পর্যন্ত ২৩ কিলোমিটারের মধ্যে জলিল গেট, বারআউলিয়া হাইওয়ে থানা, কেএসআরএম গেট ও ছোটকুমিরা এলাকায় ৮টি সিসি ক্যামেরা বসানো হয়।

যানজট নিরসন ও মহাসড়কের নিরাপত্তা কাজে সরকার লাখ লাখ টাকা খরচ করে এ ক্যামেরা বসানো হয়। যে চারটি স্থানে সিসি ক্যামেরা বসানো হয় সে স্থানগুলোতে গাড়ির চাপ বাড়লে যানজট লেগে যেত। এছাড়া ক্যামেরার মাধ্যমে গাড়িতে  ডাকাতি বা পন্যবাহী ট্রাক ছিনতাইয়ে অপরাধীদেরকে ধরতে সহায়ক হবে বলে পুলিশ আশাবাদ ব্যক্ত করে।

ঢাকঢোল পিটিয়ে লাগানো  এই ৮ টি সিসি ক্যামেরার মধ্যে ৬ টিই অকেজো।  বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনও নিরাপত্তায় কোন কাজে আসছেনা ডিজিটাল এ ক্যামেরাগুলো। রক্ষনাবেক্ষনের অভাবে বছর না ঘুরতেই খারাপ  হয়ে ব্যবহারের অনুপোযোগী হয়ে পরে লাখ টাকা দামের এই  ক্যামেরা। বর্তমানে ক্যামেরাগুলো পাখির বাসা হিসাবে ব্যবহার হচ্ছে ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.