চট্টগ্রাম-আনোয়ারা সড়কে জনগণের দুর্ভোগ লেগেই আছে

0

আনোয়ারা প্রতিনিধি  :        চট্টগ্রাম-আনোয়ারা সড়কে যানবাহন যাতায়াতে হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে লেগেই আছে। গর্তেভরা সড়কের গর্তে পড়ে যানবাহন বিকল হচ্ছে। এতে রাস্তায় যানজট বাড়ছে। তবুও ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করায় ছোট-খাটো দুর্ঘটনা লেগেই আছে।  সড়ক ও জনপথ বিভাগ অস্থায়ীভাবে গর্তে কংক্রিট দিলেও এতে জনগণের দুর্ভোগ কমছে না। বৃষ্টি হলেই রাস্তা থেকে পানির স্রোতে কংক্রিটগুলো সরে যাচ্ছে। এলাকার সচেতনমহল কোরবানি ঈদের আগে লোকজনের যাতায়াতের সুবিধার্থে সড়কটি দ্রুত সংস্কারে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানিয়েছেন। চট্টগ্রাম-আনোয়ারা সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। আনোয়ারা, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া, পেকুয়া ও চকরিয়াসহ কক্সবাজার ও বান্দরবান জেলার গাড়ি এ সড়ক দিয়ে চলাচল করে থাকে। গত আগস্ট মাসে টানা বৃষ্টিতে চট্টগ্রাম-আনোয়ারা সড়কের অবস্থা নাজুক হয়ে পড়ে। সড়কটি খানা-খন্দকে ভরে যাওয়ায় পশ্চিম পটিয়ার ক্রসিং থেকে আনোয়ারা জয়কালী বাজার পর্যন্ত সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজের সামনে, স্টেশন রোড, সাদ মুছা গ্রুপের সামনে, বোয়ালগাঁও এলাকা, আনোয়ারা মেডিকেলের মোড় থেকে কালাবিবির দীঘির মোড়, চাতরী চৌমুহনী বাজার, বড়উঠান, দৌলতপুর, ফাজিলখার হাট ও ফকিরনীর হাট সড়কে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।
২০ মিনিটের জায়গায় ১ ঘণ্টারও বেশি সময় অতিবাহিত হচ্ছে। যাতায়াতকারী লোকজনের আলোচনার বিষয়বস্তু এখন চট্টগ্রাম-আনোয়ারা সড়ক। যাত্রীদের অভিযোগ, সংশ্লিষ্টরা সড়কের এ অবস্থা দেখেও না দেখার ভান করছে। বাঁশখালীর কোস্টার যাত্রী বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা মো. রাসেল জানায়, আগে যেখানে চাতরী চৌমুহনী থেকে চট্টগ্রাম শহরে যেতে ৩০ মিনিট সময় লাগতো, সেখানে দেড় ঘণ্টায়ও যেতে পারি না। পিএবি যানবাহন মালিক সমিতির সভাপতি ভিপি জাফর উদ্দীন চৌধুরী জানায়, রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার গর্তে পড়ে গাড়ির যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। আগে দৈনিক ৭/৮ বার যাতায়াত করতে পারলেও এখন গাড়ি ২/৩ বারের বেশি পারে না। এতে মালিকরা আর্থিক লোকসান গুনছে। সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মশিউর রহমানের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কোরবানির ঈদের পরেই সড়কের মেরামতের কাজ শুরু হবে। সড়কটির টেন্ডার হয়েছে। আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ তৌহিদুল হক চৌধুরী বলেন, দ্রুত সড়ক সংস্কারের পদক্ষেপ নেয়া হচ্ছে। অচিরেই জনগণ যাতায়াতে সুবিধা ভোগ করবেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.