চন্দনাইশে প্রার্থীদের পোস্টার-ব্যানার অপসারণ করা হচ্ছে

0

সিটি নিউজ, চন্দনাইশঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চন্দনাইশে বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের লাগানো পোষ্টার ব্যানার ও ফেস্টুন ইসির নির্দেশ অনুযায়ী গত ১৭ নভেম্বর রাত ১২টার মধ্যে কিছু সংখ্যক মনোনয়ন প্রত্যাশীরা তাদের লাগানো পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ না করায় গতকাল ১৯ নভেম্বর সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থান হতে উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দীন আহমদের নেতৃত্বে অপসারণ করা শুরু হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চন্দনাইশে বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের পোষ্টার ব্যানার লাগানো হয়েছে বিভিন্ন ভবনের দেয়ালে, দোকান, স্থাপনায়। তাছাড়া ব্যানার, ফেষ্টুন টাঙ্গানো হয়েছে বিভিন্ন জনবহুল জায়গায়। সরজমিনে গিয়ে দেখা যায়, গতকাল ১৯ নভেম্বর সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থান হতে উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দীন আহমদের নেতৃত্বে গাছবাড়ীয়া খানহাট, কলেজ গেইট, রৌশন হাট, বাদামতল, চন্দনাইশ সদরসহ বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করার কাজ চলছিল। তাছাড়া আজ ২০ নভেম্বর উপজেলার অন্যান্য এলাকায়ও একইভাবে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের অভিযান চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.