চন্দনাইশে ৮ দোকানে দুর্ধর্ষ চুরি

0

চন্দনাইশ প্রতিনিধি  :     ১ রাতে ৮ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে চন্দনাইশ উপজেলার বরকল ব্রীজ এলাকা, কেশুয়া রাস্তার মাথা ও মৌলভীবাজার এলাকায়। নগদ টাকাসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল। গত ১২ জানুয়ারি ভোর রাতে চোরের দল ১টি পিকআপ ভ্যানে করে ৮/১০ জনের একদল চোর আসে। প্রথমে বরকল ব্রীজ এলাকায় দোকানের তালা ভেঙ্গে প্রবেশ করে জাহাঙ্গীরের হার্ডওয়ারের দোকান থেকে নগদ ১৫ হাজার টাকা, অনুপমের ঔষুধের ফার্মেসী থেকে বিকাশের ১৮ হাজার ও নগদ ৫ হাজার টাকা সহ ২৩ হাজার, সাইফুদ্দীনের মোটর ওয়ার্কশপ থেকে নগদ ৭ হাজার টাকা ও ৮ হাজার মালামালসহ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

পর পর পার্শ্ববতী মৌলভীবাজার এলাকায় এসে একই কায়দায় জসিমের মুদির দোকানের তালা ভেঙ্গে প্রবেশ করে ১৪ হাজার টাকার সুপারী, ১৫ হাজার টাকার গুঁড়োদুধ ও নগদ ৫০ হাজার টাকা ক্যাশবক্স থেকে নিয়ে যায়। মাহফুজের চা’এর দোকান থেকে নগদ ২০ হাজার টাকা। একইভাবে ছালেহ আহমদের মোবাইল-কম্পিউটারের দোকান থেকে সিমকার্ড ও মোবাইলের সরঞ্জামসহ ৩০ হাজার টাকা, ফরিদের কস্মেটিকস ও মোবাইলের দোকান থেকে নগদ ৫ লক্ষ টাকা ও মোবাইল কার্ডসহ আরো ১ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এদিকে একইদিন রাতে কেশুয়া রাস্তার মাথা এলাকায় মো. টিপুর হার্ডওয়ারের দোকান থেকে নগদ ১৫ হাজার টাকা ও ১৫ হাজার টাকার মালামালসহ ৩০ হাজার টাকা চুরি নিয়ে যায়। সম্প্রতি চন্দনাইশে দোকান চুরির ঘটনা আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা খুবই আতংকে রয়েছে। গত ৮ জানুয়ারি দিবাগত গভীর রাতে উপজেলার কাঞ্চননগর রওশনহাটের লামার বাজার এলাকায় একই রাতে ১০ দোকান চুরি হয়। এ ব্যাপারে ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ক্ষতিগ্রস্থরা থানায় অভিযোগ নিয়ে এসেছে। অভিযোগ পাওয়ার পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.