একবার কথা বলে দেখি

0

সিকান্দার ফয়েজ

একবার কথা বলে দেখি ফেরবার ফেরা যায় কিনা একা,
একা ফেরা বেশ ভালো, একা চোর, বিচারক, একাই মাতাল
একা একা সর্বভুক, রাজা আমি প্রজা-সেনাপতি
আমি ছাড়া আর কেবা আছে!

পশুপক্ষী বৃক্ষগুলো মূর্খসব, বোবা
বোকারা আকাশ দেখে, চাঁদ-সূর্য গ্রহতারা দেখে
আমি দেখি রাজকোষ রাজ্য সোনাদানা
যেখানে যা কিছু দেখি সবখানে আমাকেই দেখি।

কয়বার ফেরা যায়? একবার! শুধু… না না সাত, চৌদ্দ
যতোবার ইচ্ছে…সাক্ষ্য নেই, কতোবার কে এলো কে গেলো
যদি বলি এটা একুশ কিম্বা একচল্লিশতমবার ফেরা?
কে আছে বলার একবারই ফেরা যায়
মৃত্যু শুধু একবারই আসে!

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.