চট্টগ্রামে ক্ষমতাসীন দলের খাই খাই অভ্যাস

0

জুবায়ের সিদ্দিকী :  দলের নেতাদের ক্ষমতার লোভে খাই খাই করা, দলকে খাটো করা, প্রধানমন্ত্রিকে খাটো করা এবং নিজেকে খাটো করার অভ্যাস ছাড়তে বলেছেন  দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। ভাল কথা বলেছেন, আশরাফ। তার নিজের খাই খাই অভ্যাস নেই বলে তিনি বলতে পেরেছেন। কিন্তু তার দলের এভাবে বলার লোকের প্রচন্ড অভাব রয়েছে। বৃহত্তর চট্টগ্রামের মানচিত্রে ক্ষমতাসীনদলের অধিকাংশ নেতাকর্মীদের খাই খাই অভ্যাসটা একটু বেশী।

দল ক্ষমতায় আসার আগে যাদের টেম্পো ও রিক্শায় বা বাস চড়তে দেখেছি তাদের অনেকেই এখন বাড়ী গাড়ীর মালিক। সম্পদের সাথে সাথে পরিবর্তন হয়েছে চারিএিক বৈশষ্ট্য। হাতে দামী মোবাইল, গায়ে দামী পাঞ্জাবী, এরপর আছে চলাফেরার ঢং। এমনিই ভাব যে, দেশটাই উনার বাপদাদার তাল্লুক। এমন নেতাদের ভীড়ে কোনঠাসা রয়েছে রাজপথের লড়াকু নেতাকর্মীদের পদচারনা। সাংগঠনিক তৎপরতার চেয়ে প্রাধান্য পাচ্ছে বেশী বাণিজ্যে ও টেন্ডারবাজীতে। অনেক নেতার চামচারা লিপ্ত রয়েছে চাঁদা বাজীতে। এমনি অবস্থাতে ক্ষমতাসীন দলের রাজনৈতিক কর্মকান্ডে একটি গন্ডির ভেতর যেন হাবুডুবু খাচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.